ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বিশ্ব পরিযায়ী পাখি দিবসে মৌলভীবাজারে আলোচনা-র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, মে ১০, ২০১৭
বিশ্ব পরিযায়ী পাখি দিবসে মৌলভীবাজারে আলোচনা-র‌্যালি বিশ্ব পরিযায়ী পাখি দিবসে মৌলভীবাজারে আলোচনা-র‌্যালি-ছবি-বাংলানিউজ

মৌলভীবাজার: 'পরিযায়ী পাখির ভবিষ্যৎই আমাদের ভবিষ্যৎ, পাখি ও মানুষের জন্য বাসযোগ্য পৃথিবী চাই'-এ স্লোগানে মৌলভীবাজারে বিশ্ব পরিযায়ী পাখি দিবস ২০১৭ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।

বুধবার (১০ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি শুরু হয়ে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পুলিশ সুপার মো. শাহ জালাল এবং বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকার বনসংরক্ষক মো. জাহিদুল কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।