ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রান্সফরমার বিস্ফোরণে ২ ভাই দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, মে ১০, ২০১৭
রাজধানীতে ট্রান্সফরমার বিস্ফোরণে ২ ভাই দগ্ধ

ঢাকা: রাজধানীর বড় মগবাজার বাজার রেলগেট এলাকার একটি বাসার পাশে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে দুই ভাই দগ্ধ হয়েছে।

এরা হলো, সাজ্জাদ হোসেন বাপ্পি (১২) ও সাবিদ হোসেন আবির (৭)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বুধবার (১০ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণ হয়।

দগ্ধ দুই ভাইয়ের চাচা সিদ্দিক মিয়া বাংলানিউজকে জানান, তারা রেলগেট সংলগ্ন ৬০২/৬ নম্বর ছয়তলা বাসার চতুর্থ তলায় থাকে। সকাল সাড়ে ১০টার দিকে দুই ভাই বারান্দায় খেলছিল। হঠাৎ বাসার পাশের বিদ্যুতের ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই ওরা দু’জন দগ্ধ হয়।

বাপ্পি স্থানীয় ন্যাশনাল ব্যাংক স্কুলের ষষ্ঠ শ্রেণি ও আবির হলি চাইল্ড স্কুলের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করে বলে জানায় তাদের পরিবার।

বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, বাপ্পির শরীরের ১৮ শতাংশ ও আবিরের ১২ শতাংশ পুড়ে গেছে। তারা দু’জন চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মে ১০, ২০১৭
এজেডএস/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।