এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় একটি ব্রিজের পাটাতন ভেঙে পড়লে মহাসড়কের এক লেন দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা থেকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ব্রিজের পাটাতন মেরামত করলে দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার বাংলানিউজকে বলেন, সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর একটি ব্রিজের কিছু অংশের পাটাতন ভেঙে পড়ে। এরপর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে ব্রিজের ভাঙা স্থানটি মেরামত কাজ শেষ হলে দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরএস/ইজপি/এসএইচ
** ব্রিজ ভেঙে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট