ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

শাহজালালে আমদানি-নিষিদ্ধ ট্যাবলেট-সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, মে ১০, ২০১৭
শাহজালালে আমদানি-নিষিদ্ধ ট্যাবলেট-সিগারেট জব্দ শাহজালালে আমদানি-নিষিদ্ধ ট্যাবলেট-সিগারেট জব্দ

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে আমদানি-নিষিদ্ধ ট্যাবলেট-সিগারেট-কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিট।

বুধবার (১০ মে) দুপুরের দিকে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. আল-আমিন বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিটের কাছে গোপন সূত্রে খবর ছিল— দুবাই থেকে আসা মো. ইউসুফ, মো. আলমগীর ও মো. মোজাহের নামে তিন যাত্রীর কাছে আমদানি-নিষিদ্ধ বিপুল পরিমাণ পণ্য রয়েছে।

সকাল সাড়ে ১০টায় ওই তিন যাত্রীকে বহনকারী জেট এয়ারওয়েজের একটি ফ্লাইট শাহজালালে অবতরণ করলে তাদের গ্রিন চ্যানেলে আটক করা হয়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করেলে তিনজনই পণ্য থাকার কথা অস্বীকার করেন।

এক পর্যায়ে কাস্টমস প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা তাদের লাগেজ তল্লাশি করে আমদানি-নিষিদ্ধ ভায়াগ্রা, সিয়ালিস, ম্যাক্সম্যান, ভিগাসহ বিভিন্ন যৌন উত্তেজক ওষুধ, ৩৫ কেজি বিদেশি পারফিউম ও কসমেটিকস, ৯৬০ প্যাকেট বিদেশি বেনসন-ডানহিল-মন্ড সিগারেট, ৩টি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন, ১০০ গ্রাম স্বর্ণ, ৩২ কেজি গুঁড়ো দুধ জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশন মো. আল-আমিন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মে ১০, ২০১৭/আপডেট সময় ১৫০০ ঘণ্টা
এসজে/জিপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।