বুধবার (১০ মে) দুপুরের দিকে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. আল-আমিন বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিটের কাছে গোপন সূত্রে খবর ছিল— দুবাই থেকে আসা মো. ইউসুফ, মো. আলমগীর ও মো. মোজাহের নামে তিন যাত্রীর কাছে আমদানি-নিষিদ্ধ বিপুল পরিমাণ পণ্য রয়েছে।
এক পর্যায়ে কাস্টমস প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা তাদের লাগেজ তল্লাশি করে আমদানি-নিষিদ্ধ ভায়াগ্রা, সিয়ালিস, ম্যাক্সম্যান, ভিগাসহ বিভিন্ন যৌন উত্তেজক ওষুধ, ৩৫ কেজি বিদেশি পারফিউম ও কসমেটিকস, ৯৬০ প্যাকেট বিদেশি বেনসন-ডানহিল-মন্ড সিগারেট, ৩টি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন, ১০০ গ্রাম স্বর্ণ, ৩২ কেজি গুঁড়ো দুধ জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশন মো. আল-আমিন।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মে ১০, ২০১৭/আপডেট সময় ১৫০০ ঘণ্টা
এসজে/জিপি/এইচএ