বুধবার (১০ মে) দুপুরে নিখোঁজ হয় তারা। পরে উপজেলার নলডাঙা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বেলা ১০টার দিকে বড়ইতলী উত্তরপাড়া গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে ফারজানা খাতুন (০৭) ও একইগ্রামের আব্দুল আলিমের মেয়ে মিষ্টি খাতুন (০৮) তাদের মায়ের সঙ্গে বাঙালি নদীতে গোসল করতে যায়। তখন তাদের মা নদীর পানিতে কাপড় ধুচ্ছিলেন। এই ফাঁকে শিশু দুটি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে বড়ইতলী এলাকা থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে বাঙালি নদীর নলডাঙা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
বেলা পৌনে ২টার দিকে খানপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মে ১০, ২০১৭
এমবিএইচ/ওএইচ/আইএ