বুধবার (১০ মে) দুপুর ১২টার দিকে পুঠিয়া সদরের পুঠিয়া ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল রাব্বি (২৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, রাজশাহী থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয় বেলা ১১টার দিকে।
বাসটি পুঠিয়া সদরের পুঠিয়া ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক বানেশ্বরের দিকে আসছিল।
এ সময় ট্রাকটি অতিক্রম করার সময় পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক মারা যান। আহত হন ১০জন। তাদের মধ্যে দু’জনকে উদ্ধার করে পুঠিয়া থানা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহত আরও পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন ওই বাসের যাত্রী ও খাজা ইউনুস আলী ইসলামি মেডিকেল কলেজের ছাত্রী, রাজশাহী নগরীর বাসিন্দা প্রমী খাতুন, বাসের সুপারভাইজার শামসুল হক অপু, শাহীন আলম, বেলাল হোসেন ও আবু বকর। তবে তাৎক্ষণিকভাবে অন্যদের নাম পাওয়া যায়নি।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আরও জানান, চালকের মরদেহ পুঠিয়া হেলথ কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি উদ্ধার করে জব্দ করা হবে।
এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান পুঠিয়া থানার ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মে ১০, ২০১৭
এসএস/এএ