ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে সুজাত মিয়া (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে একই পরিবারের অন্তত চারজন।

বুধবার (১০ মে) সকাল ১১টার দিকে উপজেলার আমড়াখাই গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সুজাত একই গ্রামের অফর মিয়ার ছেলে। সে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে আমড়াখাই গ্রামের মাঠে  ফয়জুল্লাহ নামে এক ব্যক্তির একটি ষাঁড় বাঁধা ছিল। এসময় একই এলাকার নাজমুল মিয়া আরেকটি ষাঁড় নিয়ে বাঁধা ষাঁড়ের সঙ্গে লড়াই শুরু করেন। খবর পেয়ে ফয়জুল্লাহ’র লোকেরা এসে তাকে বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এর জের ধরে বুধবার সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ফয়জুল্লাহ’র পক্ষের সুজাতসহ অন্তত পাঁচজন আহত হয়। এ অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সুজাতকে মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।  

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ১০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।