ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রমিক হত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
শ্রমিক হত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ নির্মাণ শ্রমিক (রঙ মিস্ত্রি) আজাদের হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

বরিশাল: নির্মাণ শ্রমিক (রঙ মিস্ত্রি) আজাদের হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১০ মে) বেলা ১২টার ‍দিকে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আয়োজনে শহরের সদর রোডে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে শ্রমিক ফ্রন্টের সভাপতি জোহরা রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, ডা. মনিষা চক্রবর্তী, জেলা ছাত্র ফ্রন্ট নেতা নিলিমা জাহান, ববি’র ছাত্র ফ্রন্ট নেতা হাসিবুল ইসলাম ও নির্মাণ শ্রমিক নেতা আলাউদ্দিন প্রমুখ।

এ সময় তারা কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করারসহ আজাদের হত্যাকারী প্রধান ঘাতক কবিরের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

রঙ মিস্ত্রি ও ধান গবেষণা এলাকার বাসিন্দা মো. আজাদ সিকদারকে কর্মস্থলের মালিকের ভায়রা কবির হোসেন তার সহযোগীদের নিয়ে গত ৩০ এপ্রিল দেয়ালের সঙ্গে মাথা ঠেকিয়ে থেতলে দেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল হাসাপাতালে বৃহস্পতিবার (০৪ মে) তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মে ১০, ২০১৭
এমএস/এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।