ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ১১২০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, মে ১০, ২০১৭
টাঙ্গাইলে ১১২০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক টাঙ্গাইলে ১১২০ পিস ইয়াবাসহ ব্যবসায়ী আটক

টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে ১১২০ পিস ইয়াবাসহ নিখিল ভৌমিক (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ মে) দুপুরে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান। নিখিল টাঙ্গাইল শহরের বড় মসজিদ রোডস্থ মৃত শম্ভু ভৌমিকের ছেলে।

নাজমুল হক ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৯ মে) রাতে পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার শিবনাথ স্কুলের সামনে পুলিশ ‍অভিযান চালায়। এসময় ১১২০ পিস ইয়াবাসহ নিখিল ভৌমিককে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে টাঙ্গাইল থানায় আরও দুইটি মাদক নিরোধ আইনের মামলা রয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মে ১০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।