বুধবার (১০ মে) দুপুরে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান। নিখিল টাঙ্গাইল শহরের বড় মসজিদ রোডস্থ মৃত শম্ভু ভৌমিকের ছেলে।
নাজমুল হক ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৯ মে) রাতে পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার শিবনাথ স্কুলের সামনে পুলিশ অভিযান চালায়। এসময় ১১২০ পিস ইয়াবাসহ নিখিল ভৌমিককে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে টাঙ্গাইল থানায় আরও দুইটি মাদক নিরোধ আইনের মামলা রয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, মে ১০, ২০১৭
এনটি