ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে পুলিশের ওপর হামলার মামলার ৫ আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মে ১০, ২০১৭
চৌদ্দগ্রামে পুলিশের ওপর হামলার মামলার ৫ আসামি গ্রেফতার

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় র‌্যাব-পুলিশের ওপর হামলা মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ মে) গভীর রাতে তাদের গ্রেফতারের পর বুধবার (১০ মে) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার আসামিরা হলেন-উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি গ্রামের (আদর্শ গ্রাম) হাবিবুর রহমানের ছেলে ইয়াছিন (২৬), মমতাজ মিয়ার ছেলে রুবেল (২৬), সিরাজ মিয়ার ছেলে বেলাল উদ্দিন (৩৭), মৃত মতু মিয়ার ছেলে কামাল মিয়া (৩২) ও একই গ্রামের জুয়েল (৩৬)।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন বাংলানিউজকে জানান, বিগত ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি রাতে র‌্যাব ও পুলিশের পৃথক টিম বাবুর্চি গ্রামে মাদক উদ্ধারের জন্য গেলে চোরাকারবারীরা একত্রিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাসানসহ কয়েকজন আহত হন।

ওই ঘটনায় দায়েরকৃত মামলার আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে তাদের প্রত্যেকের বাড়ি থেকে গ্রেফতার করা হয় পাঁচজনকে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।