বুধবার (১০ মে) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। বাবু মানিকগঞ্জ জেলা শহরের পোড়রা এলাকার মৃত লুতফর রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ভিক্টর ব্যানার্জী বলেন, মঙ্গলবার (০৯ মে) রাতে মাদকবিরোধী অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও ৫০ পিস ইয়াবাসহ বাবুকে আটক করা হয়।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
ওএইচ/আইএ