ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে হিন্দু আইন-পূজা পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, মে ১০, ২০১৭
দিনাজপুরে হিন্দু আইন-পূজা পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দিনাজপুরে হিন্দু আইন-পূজা পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুরে হিন্দু আইন ও পূজা পদ্ধতি বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত সেবায়েতদের দক্ষতাবৃদ্ধিকরণ প্রকল্পের অধীনে বুধবার (১০ মে) বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।

আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু আউয়াল।

আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তা লিপিকা রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পুলিন বিহারী চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক পরিমল চক্রবর্তী তপন, দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. আসফ-উদ-দৌলা।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মে ১০, ২০১৭
ওএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।