ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে হত্যা মামলার আসামিকে পুলিশে সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
চৌদ্দগ্রামে হত্যা মামলার আসামিকে পুলিশে সোপর্দ

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় হালিমা বেগম নামে এক বৃদ্ধাকে হত্যা মামলার আসামি মো. আকাশকে (২২) পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (৯ মে) রাতে পাকড়াও করে পুলিশে সোপর্দ করার পর বুধবার (১০ মে) দুপুরে আদালতে তোলা হয়। তাকে আদালতের পক্ষ থেকে কারাগারে পাঠানোর আশা করছে পুলিশ।

গ্রেফতার আকাশ চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের বিষবাগ গ্রামের সেলিম মিয়ার ছেলে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন বাংলানিউজকে বলেন, চলতি বছরের ১১ এপ্রিল রাতে মুন্সিরহাট ইউনিয়নের বিষবাগ গ্রামে মৃত. আবদুর রশিদের স্ত্রী ৭০ বছর বয়সী বৃদ্ধা হালিমাকে শ্বাসরোধ করে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করার মামলার আসামি আকাশকে মঙ্গলবার রাতে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।

দুপুরের দিকে তাকে আদালতে তোলা হয় বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
জিপি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।