মঙ্গলবার (৯ মে) রাতে পাকড়াও করে পুলিশে সোপর্দ করার পর বুধবার (১০ মে) দুপুরে আদালতে তোলা হয়। তাকে আদালতের পক্ষ থেকে কারাগারে পাঠানোর আশা করছে পুলিশ।
গ্রেফতার আকাশ চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের বিষবাগ গ্রামের সেলিম মিয়ার ছেলে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন বাংলানিউজকে বলেন, চলতি বছরের ১১ এপ্রিল রাতে মুন্সিরহাট ইউনিয়নের বিষবাগ গ্রামে মৃত. আবদুর রশিদের স্ত্রী ৭০ বছর বয়সী বৃদ্ধা হালিমাকে শ্বাসরোধ করে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করার মামলার আসামি আকাশকে মঙ্গলবার রাতে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।
দুপুরের দিকে তাকে আদালতে তোলা হয় বলেও জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
জিপি/এইচএ