ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

আতিয়া মহলের ২ মামলা তদন্তের দায়িত্বে পিবিআই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মে ১০, ২০১৭
আতিয়া মহলের ২ মামলা তদন্তের দায়িত্বে পিবিআই

সিলেট: সিলেটের শিববাড়ীর আতিয়া মহলে জঙ্গি আস্তানায় অভিযান ও বিস্ফোরণের ঘটনায় দায়ের করা দুই মামলার তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সদর দফতরের নির্দেশে মামলা দু’টি হস্তান্তর করা হয়েছে বলে বুধবার (১০ মে) বাংলানিউজকে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা।

তিনি বলেছেন, এরইমধ্যে মামলার নথিপত্র, আলামতসহ আনুষাঙ্গিক সবকিছু পিবিআইকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে পিবিআই সিলেটের পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক বাংলানিউজকে বলেন, আমরা মামলার নথিপত্র বুঝে পেয়েছি। মামলাগুলোর তদন্তভার এখনও কাউকে দেওয়া হয়নি।

এ বিষয়ে আগামী সোমবার (১৫ মে) আতিয়া মহলের কাছে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জানিয়ে দেওয়া হবে বলে জানান রেজাউল করিম মল্লিক।

আতিয়া মহলে বিস্ফোরক উদ্ধার ও অভিযান চলাকালে অদূরে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় এ দু’টি মামলা করে পুলিশ। এতোদিন মামলা দু’টির তদন্ত করছিল মোগলাবাজার থানা পুলিশ।

গত ২৪ মার্চ আতিয়া মহলে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। পরদিন ২৫ মার্চ সকাল থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল সেখানে ‘অপারেশন টোয়াইলাইটস’ পরিচালনা করে। অভিযান শুরুর দিন সন্ধ্যায় আতিয়া মহলের অদূরে পাঠানপাড়া দাখিল মাদ্রাসার পশ্চিমে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে দু’দফা বোমা বিস্ফোরণের ঘটনায় র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদসহ সাতজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অর্ধশত।

২৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডোদল অপারেশন টোয়াইলাইট পরিচালনা করে। এরপর মোগলাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শিপলু দাস বাদী হয়ে একটি হত্যা মামলা এবং এসআই সুহেল বাদী হয়ে একটি বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মে ১০, ২০১৭
এনইউ/এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।