বুধবার (১০ মে) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার নানাভাবে শিক্ষাক্ষেত্রে প্রণোদনা দিচ্ছে।
প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে মনোযোগী ও যত্নবান হওয়ার তাগিদ দিয়ে মন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, কারখানার পরিবেশ ভালো থাকলে উৎপাদন ভালো হয়। তাই শিক্ষকরা ভালোভাবে শিক্ষা দিলে শিক্ষার্থীরাও ভালো শিক্ষা পাবে।
শিক্ষকদের দাবি-দাওয়া বিবেচনার মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, বঙ্গবন্ধুর ভিশন ছিল দেশ স্বাধীন করা, আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য হলো যুদ্ধাপরাধীদের বিচার ও দেশকে জঙ্গি মুক্ত করা। বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাও সফল হয়েছেন। তিনি ক্ষমতায় থাকলে দেশে যেমন উন্নয়ন হয়, তেমনি শিক্ষার্থীরাও বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পায়।
আয়োজক সমিতির বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটির সমন্বয়ক মো. মোয়াজ্জেম হোসেন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগের উপ-পরিচালক এসএম ফারুক, সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা মো. আবুল বাশার, সভাপতি আতিকুর রহমান প্রমুখ।
বিভাগীয় সমাবেশে সহকারী ও প্রধান শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১১ম এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মে ১০, ২০১৭
এমএস/জিপি/এইচএ