ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

রাঙ্গামাটিতে কৃষকদের স্প্রে মেশিন বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
রাঙ্গামাটিতে কৃষকদের স্প্রে মেশিন বিতরণ রাঙ্গামাটিতে কৃষকদের স্প্রে মেশিন বিতরণ-ছবি-বাংলানিউজ

রাঙ্গামাটি: রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের উদ্যোগে ছয় ইউনিয়নের গরীব কৃষকদের মধ্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।  বুধবার (১০মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব স্প্রে মেশিন বিতরণ করা হয়।

স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পলাশ কুসুম চাকমা, সাপছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা।     

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রায় দুই লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার ছয় ইউনিয়নের ৪৮ জন গরীব কৃষকদের মধ্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়।

এদিন ফলজ ও বনজ গাছের জন্য দুই ধরনের স্প্রে মেশিন দেয়া হয়।

বিতরণকৃত স্প্রে মেশিন হাতে পেয়ে ইউনিয়নের গরীব কৃষকরা খুব আনন্দিত ও খুশী। এতে তাদের অনেক উপকার হবে বলে জানান তারা।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।