বুধবার (১০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার পিরুজালী মন্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খোদেজা বেগম পিরুজালী মাস্টারপাড়া এলাকার হোসেন আলীর স্ত্রী।
তার প্রতিবেশী আবুল হাশেম বাংলানিউজকে জানান, মন্ডলপাড়া এলাকার ওই ছয়তলা ভবনে সকাল থেকে শ্রমিক হিসেবে কাজ করছিলেন খোদেজা বেগম। দুপুর ১২টার দিকে ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরিবারের স্বজনরা এসে তার মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. নাজমুল ইসলাম বাংলানিউজকে জানান, ভবন থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই খোদেজা বেগম মারা যান। কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় কোনো মামলাও হয়নি বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরএস/এএটি/এইচএ/