ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, মে ১০, ২০১৭
গাজীপুরে ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

গাজীপুর: গাজীপুর সদর উপজেলায় একটি নির্মাণাধীন ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে খোদেজা বেগম (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার পিরুজালী মন্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খোদেজা বেগম পিরুজালী মাস্টারপাড়া এলাকার হোসেন আলীর স্ত্রী।

ত‍ার প্রতিবেশী আবুল হাশেম বাংলানিউজকে জানান, মন্ডলপাড়া এলাকার ওই ছয়তলা ভবনে সকাল থেকে শ্রমিক হিসেবে কাজ করছিলেন খোদেজা বেগম। দুপুর ১২টার দিকে ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরিবারের স্বজনরা এসে তার মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. নাজমুল ইসলাম বাংলানিউজকে জানান, ভবন থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই খোদেজা বেগম মারা যান। কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় কোনো মামলাও হয়নি বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরএস/এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।