বুধবার (১০ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রফিকুল ইসলাম মৃধা নাটোরের সিংড়া উপজেলার বাকুন্ডা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম মৃধা নিজে গাড়ি চালিয়ে বগুড়া যাচ্ছিলেন। তিনি রানিরহাট এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ১০, ২০১৭
এনটি