ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁয়ে মাদক সেবনের সময় তিন যুবককে আটক করে একজনকে ১৫ দিনের কারাদণ্ড ও দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান এ দণ্ড ও জরিমানার আদেশ দেন।
তিনি বাংলানিউজকে বলেন, বুধবার সকালে মাদক সেবনের সময় উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রাম থেকে তিন যুবককে আটক করে গফরগাঁও থানা পুলিশ।
দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে রাজু আহমেদকে (২৫) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, গফরগাঁও পৌর এলাকার ষোলহাসিয়া গ্রামের রবি মিয়ার ছেলে আরিফ (২০) ও মলিন চন্দ্র তেলন দাসের ছেলে নন্দনকে (২৮) পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ১০, ২০১৭
এমএএএম/জিপি/আইএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।