ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে বৃক্ষরোপণ বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, মে ১০, ২০১৭
বরিশালে বৃক্ষরোপণ বিষয়ক মতবিনিময় সভা

বরিশাল: বরিশালের উপকূলীয় এলাকায় ফলদ ও ভেষজ বৃক্ষরোপণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ মে) দুপুর ১টার দিকে নগরের নবগ্রাম রোডের রিয়াজ উদ্দিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটের প্লান্টেশন ট্রায়াল ইউনিট বিভাগের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট বরিশালের বিভাগীয় কর্মকর্তা শেখ এহিউল ইসলাম।

মোস্তাফিজুর রহমান মোস্তাফিজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বিএফআরআই বরিশালের মাঠ গবেষক আব্দুল কুদ্দুস মিয়া, গবেষণা কর্মকর্তা মাহাবুব আলম, সমাজসেবক মো. মাসুদ সিকদার প্রমুখ।

সভায় স্থানীয় ও উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ১০, ২০১৭
এমএস/এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।