ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটের স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মে ১০, ২০১৭
সিলেটের স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেফতার

সিলেট: সিলেটের ওসমানীনগরে স্ত্রী সৈয়দা হেমী বেগমকে খুনের দায়ে স্বামী আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ মে) দুপুরে খাসিপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ছেলে নাহিন মিয়ার দায়ের করা হত্যা মামলায় (নম্বর-৮(০৫)১৭) হান্নানকে গ্রেফতার দেখানো হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদউল্যাহ বাংলানিউজকে এ তথ্য জানিয়ে বলেন, আব্দুল হান্নান স্ত্রীকে খুনের দায় স্বীকার করেছেন এবং পারিবারিক কলহের কারণেই খুন করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানান।

১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার জন্য তাকে আদালতে হাজির করা হবে, বলেন ওসি।

মঙ্গলবার (৯ মে) দুপুরে পারিবারিক কলহের জের ধরে নিজবাড়িতে নিহত সৈয়দা হেমী বেগমকে (৪৯) বটি দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যান হান্নান মিয়া। পরে ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত রক্তমাখা বটি ও একটি জামা উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
এনইউ/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।