ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, মে ১০, ২০১৭
বড়াইগ্রামে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৃধা কচুয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আহত হাফিজুল ইসলামের (৩০) মৃত্যু হয়েছে।

বুধবার (১০ মে) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাফিজুল মৃধা কচুয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে মৃধা কচুয়া গ্রামের জিন্নাত আলী মেম্বর ও শাহজাহান আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এক নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে হাফিজুলকে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ওইদিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
 
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। তবে তারা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় এখানো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।