ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, মে ১০, ২০১৭
বগুড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়ার শেরপুর পৌরশহরের রামচন্দ্রপুর এলাকা থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ মে) দুপুরে তার শোবার ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

লতা বাঁশফোর ওই এলাকার যুগল বাঁশফোরের মেয়ে।

সে মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

পারিবারিক সূত্র জানায়, সকালে স্কুলছাত্রী সবার অজান্তে ঘরের দরজা-জানালা বন্ধ করে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। একপর্যায়ে তার সহপাঠী বৈশাখী খাতুন ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে আসে।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মা-বাবার উপর অভিমান করে মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা নথিভুক্ত করা হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, মে ১০, ২০১৭
এমবিএইচ/আরআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।