ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীর নতুন জেলা প্রশাসক মনোজ কুমার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, মে ১০, ২০১৭
ফেনীর নতুন জেলা প্রশাসক মনোজ কুমার

ফেনী: ফেনীতে জেলা প্রশাসক পদে যোগ দিয়েছেন মনোজ কুমার রায়।

বুধবার (১০ মে) ফেনীর বিদায়ী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান এর স্থলাভিষিক্ত হয়ে এ জেলায় যোগদান করেন তিনি।

মনোজ কুমার রায় এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব পদে কর্মরত ছিলেন।

কর্মজীবনে তিনি ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবসহ বিভিন্ন সরকারি দফতরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
 
বিদায়ী জেলা প্রশাসক মো. আমিন উল আহসানকে খুলনা জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মে  ১০, ২০১৭
এসএইচডি/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।