ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫, আটক ১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, মে ১০, ২০১৭
মাগুরায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫, আটক ১৭

মাগুরা: মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে পাঁচটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৭ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ মে) দুপুরে মহম্মদপুর উপজেলার কালুকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাম জানা যায়নি।

এদের মধ্যে তিন জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল এবং বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা সবুর মিয়া ও নাজমা বেগম বাংলানিউজকে জানান, কালুকান্দি গ্রামের গ্রাম্য মাতব্বর আফাজ উদ্দিন ও নূর আলমের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। দুপুরে আফাজ উদ্দিন গ্রুপের ভাটা শ্রমিক মনসুর প্রতিপক্ষ গ্রুপের নেতা ইটভাটা মালিক নূর আলমের কাছে পাওনা টাকা চায়। এতে দুই জনের মধ্যে বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে পাঁচটি বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়্ন্ত্রণে আনে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় পুলিশ ১৭ জনকে আটক করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মে ১০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।