বুধবার (১০ মে) দুপুরে মহম্মদপুর উপজেলার কালুকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাম জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা সবুর মিয়া ও নাজমা বেগম বাংলানিউজকে জানান, কালুকান্দি গ্রামের গ্রাম্য মাতব্বর আফাজ উদ্দিন ও নূর আলমের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। দুপুরে আফাজ উদ্দিন গ্রুপের ভাটা শ্রমিক মনসুর প্রতিপক্ষ গ্রুপের নেতা ইটভাটা মালিক নূর আলমের কাছে পাওনা টাকা চায়। এতে দুই জনের মধ্যে বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে পাঁচটি বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়্ন্ত্রণে আনে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় পুলিশ ১৭ জনকে আটক করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মে ১০, ২০১৭
এনটি