সাতক্ষীরা: সাতক্ষীরায় কেমিক্যাল মেশানো প্রায় ৫০ মণ আম গাড়ির চাকায় পিসে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ মে) বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা কালেক্টরেট নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব অভিযান চালিয়ে আমগুলো ধ্বংস করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার জগদীশ বিশ্বাস বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সাতক্ষীরা পৌরসভার চালতেতলার তপন দাশের গোডাউনে অভিযান চালানো হয়।
এসময় কেমিক্যাল মেশানো প্রায় ৫০ মণ গোবিন্দভোগ, হিমসাগর ও ল্যাংড়া আম জব্দ করা হয়। এসময় দুই শ্রমিককে পাওয়া গেলেও আমের মালিককে পাওয়া যায়নি। পরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং জব্দকৃত আমগুলো গাড়ির চাকায় পিসে ধ্বংস করা হয়।
প্রসঙ্গত, কেমিক্যাল ফ্রি আম বাজারজাতকরণে সাতক্ষীরা জেলা প্রশাসন ১৫ মে থেকে হিমসাগর ও ২৫ মে থেকে ল্যাংড়া আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।