বুধবার (১০ মে) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বীরবালা ত্রিপুরা (২০) ও শিশুপুত্র সীমান্ত ত্রিপুরা (২)।
স্থানীয়রা জানান, বীরবালা তার শিশুপুত্র সীমান্তকে নিয়ে পুকুরে গোসল করতে গেলে তার হাত থেকে ছুটে ডুবে যায়। পরে সন্তানকে বাঁচাতে মা গভীর পানিতে খুঁজতে গেলে তিনিও পানিতে ডুবে যান। পরে প্রতিবেশিরা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরআইএস/এএসআর