বুধবার (১০ মে) বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলারের চেকপোস্ট গেটে বিএসএফ পোস্টে দুই বাহিনীর এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষে নেতৃত্ব দেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি জগদিশ প্রসাদ।
হিলি চেকপোস্ট গেটে বাংলাদেশ রেলওয়ের গার্ডঘর নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাধার পরিপ্রেক্ষিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রেলওয়ের গার্ডঘর নির্মাণের বিষয়ে আলোচনা করা হয়। পরে তারা যৌথভাবে রেলওয়ের গার্ডঘর নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিএসএফ’র প্রতিনিধি দল ভারতে চলে যান।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু শিকদার বাংলানিউজকে জানান, হিলি সীমান্তের চেকপোস্ট গেটের পাশে রেল কর্তৃপক্ষ একটি গার্ডঘর নির্মাণ করতে গেলে বিএসএফ তাতে বাধা দেয়। পরে আমাদের অধিনায়ক বিষয়টি তাদের অধিনায়ককে জানান। পরে দু’দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পর যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরআইএস/এএ