বুধবার (১০ মে) বিকেলে নগরীর আখালিয়া সোনালী আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবি।
তিনি বাংলানিউজকে বলেন, সোনালী হাউজিং আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে এক্সেভেটর দিয়ে টিলা কাটছিলেন প্রবাসী হুমায়ন কবীর।
তাকে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে এ জরিমানা করে তা আদায় করা হয় বলেও জানান ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি, আশরাফুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান। অভিযানে সহায়তা করে পরিবেশ অধিদপ্তর, মহানগর পুলিশ।
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মে ১০, ২০১৭
এনইউ/এসআরএস/এএ