ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে টিলা কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মে ১০, ২০১৭
সিলেটে টিলা কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সিলেট: সিলেটে টিলা কাটার দায়ে হুমায়ন কবীর নামে এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ মে) বিকেলে নগরীর আখালিয়া সোনালী আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবি।

তিনি বাংলানিউজকে বলেন, সোনালী হাউজিং আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে এক্সেভেটর দিয়ে টিলা কাটছিলেন প্রবাসী হুমায়ন কবীর।

আগেও তাকে সতর্ক করে দেওয়া হয়েছিল। আটক হুমায়ন কবীর দোষ স্বীকার করেছেন।

তাকে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে এ জরিমানা করে তা আদায় করা হয় বলেও জানান ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি, আশর‍াফুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান। অভিযানে সহায়তা করে পরিবেশ অধিদপ্তর, মহানগর পুলিশ।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মে ১০, ২০১৭
এনইউ/এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।