ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

জবি শিক্ষার্থী নীরবকে বাঁচাতে দরকার ১২ লাখ টাকা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মে ১০, ২০১৭
জবি শিক্ষার্থী নীরবকে বাঁচাতে দরকার ১২ লাখ টাকা এ এইচ মোখলেচুর রহমান (নীরব)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: সবসময় হাসি-খুশিতে চারপাশ ভরিয়ে রাখা মেধাবী শিক্ষার্থী এ এইচ মোখলেচুর রহমান (নীরব)। কলেজের গন্ডি পেরিয়ে মেধার লড়াইয়ে ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।

দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠে ভর্তির সঙ্গে সঙ্গেই ডালাপালা মেলতে থাকে নীরবের হাজারো স্বপ্ন। গ্রামের নিম্নবিত্ত পরিবারের এ সন্তান স্বপ্ন দেখতে থাকেন বড় চাকরি করে বাবা ও মা’র সংগ্রামের অন্ধকার ঘরে স্বাচ্ছন্দ্যের আলো ফেরাবেন।

কিন্তু হায়! কে জানতো সেই স্বপ্নবাজ নীরবকেই লড়াই করতে হবে চির-অন্ধকারে ঠেলে দেওয়ার ব্যাধি ক্যান্সারের সঙ্গে?

যে নীরবকে নিয়ে মা-বাবা দিন বদলের স্বপ্ন দেখছিলেন, সেই নীরব এখন প্রতিমুহূর্তে লড়ছেন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৯ম ব্যাচের (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) এ শিক্ষার্থীর শরীরে ক্যান্সারের মাত্রা রয়েছে গ্রেড-৩ এ। তিনি চিকিৎসাধীন রয়েছেন তার জন্মশহর বাগেরহাটের স্থানীয় একটি ক্লিনিকে। সেখানে এরইমধ্যে তার চিকিৎসা বাবদ খরচ গেছে দুই লাখ টাকার মতো।

চিকিৎসকরা জানিয়েছেন, এই পর্যায় থেকে নীরবের হাসিখুশি মুখ ফেরাতে প্রয়োজন ১২ লাখ টাকা।

কিন্তু গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নীরবের বাবার পক্ষে ১২ লাখ টাকা যোগাড় করে ছেলের চিকিৎসা করানো একেবারেই অসম্ভব। কিন্তু ১২ লাখ টাকা না পেলে যে নিভে যেতে পারে স্বপ্নবাজ এ শিক্ষার্থীর জীবন-প্রদীপ ও তার পরিবারের ভবিষ্যৎ!

স্বজন ও বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম দিকে নীরবের গ্যাস্ট্রিকের সমস্যা ছিল। চিকিৎসা করার পরও তা বেড়ে আলসারে পরিণত হয়। ‌এক পর্যায়ে আলসারের চিকিৎসার দীর্ঘ সময় পরে চিকিৎসকরা জানতে পারেন নীরবের পেটে টিউমার হয়েছে। টিউমারটি ফেটে এ ক্যান্সার নীরবের পুরো শরীরে ছড়িয়ে পড়েছে।

চিকিৎসকরা প্রাথমিক রিপোর্ট দেখে বলেছেন, নীরবের ক্যান্সারের মাত্রা গ্রেড-৩ এ রয়েছে। তবে চূড়ান্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত তারা অপেক্ষা করছেন।

নীরবের বাবা কাজী এনামুল হক বাংলানিউজকে জানান, নীরবকে বাগেরহাটের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত দিতে পারেন চিকিৎসকরা।

আপাতত যে মাত্রায় ক্যান্সার রয়েছে তা নিরাময় করতে ১২ লাখ টাকা প্রয়োজন। যা বহন করা নীরবের পরিবারের পক্ষে অসম্ভব। সেজন্য ছেলেকে বাঁচাতে কাজী এনামুল হক সমাজের হৃদয়বান বিত্তশালীদের সহযোগিতা কামনা করেছেন।

নীরবকে সাহায্য পাঠানোর ঠিকানা
বিকাশ (পার্সোনাল): 01767019216
ডাচবাংলা মোবাইল ব্যাংকিং: 01825754595-8, 01939651194-8,
অগ্রণী ব্যাংক লিমিটেড: এ.এইচ. মোকলেচুর রহমান, সঞ্চয়ী হিসাব নং: 0200009803364

সরাসরি যোগাযোগ করা যাবে নীরবের বাবা কাজী এনামুল হকের মোবাইল নম্বর 01716166159-

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মে ১০, ২০১৭
ডিআর/এসআরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।