বুধবার (১০ মে) বিকেলে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানি ও ফরিদপুর পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর পরিবেশ অধিদফতরের পরিদর্শক আবু সাইদ ও রাজবাড়ী কালেক্টরেট নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফী বিন কবীরের উপস্থিতিতে র্যাবের একটি দল কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় একটি পলিথিন কারখানায় অভিযান চালায়।
অপর অভিযানে পাংশা শহরের নারায়ণপুরে শিল্পকলা একাডেমি সংলগ্ন এম আর ট্রেডার্স নামক কারখানা থেকে ২ হাজার ২০ কেজি নিষিদ্ধ পথিলিন উদ্ধার করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাটির পরিচালক কামরুজ্জামানের কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা, কর্মচারী আব্দুর রশিদ ও মাহাবুবের কাছ থেকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উদ্ধারকৃত পলিথিনের মূল্য ৫ লাখ ৮৫ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরবি/