ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে আন্তঃজেলা ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মে ১০, ২০১৭
নীলফামারীতে আন্তঃজেলা ডাকাত আটক

নীলফামারী: নীলফামারী-খানসামা সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দুলাল (২৬) নামে এক আন্তঃজেলা ডাকাতকে আটক করেছে এলাকাবাসী।

বুধবার (১০ মে) দিনগত রাতে তাকে আটক করা হয়। দুলাল হোসেন নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের কিসামত মিলবাজার গ্রামের ইস্তামুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে নীলফামারী-খানসামা সড়কের খাটামারী নদীর ব্রিজের ওপর দাঁড়িয়ে দুলাল ও তার সঙ্গীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে টহলরত পুলিশ স্থানীয়দের সহায়তায় ডাকাত দলকে ধাওয়া করে দুলালকে আটক করে। তবে বাকিদের আটক করা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বাংলানিউজকে জানান, এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। এছাড়াও দুলালের নামে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ১০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।