তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (১০ মে) দিনগত রাত ৮টার দিকে উপজেলার শেরপুর-রানীরহাট আঞ্চলিক সড়কের চৌমহনী ও নাইশিমুল এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীরা হলেন- উপজেলার বিশালপুর ইউনিয়নের নাইশিমুল গ্রামের আব্দুল লতিফ সরকার (৪০) ও মোজাম্মেল হক (৫৫)।
দিবাগত রাত ৯টার দিকে আহত আব্দুল লফিত সরকারের মামা ওয়াজেদ মিয়া বাংলানিউজকে জানান, ঘটনার কিছু সময় আগে চৌমহনী বাজার এলাকায় অবস্থিত ধানের আড়তদার আমিনুরের কাছে পাওনা টাকা নিতে তার ভাগ্নেসহ মোজাম্মেল হক মোটরসাইকেলযোগে যান।
টাকা নিয়ে তারা রওনা দেওয়ার পর পথে ওই স্থানে পৌঁছামাত্রা অজ্ঞাত ৭-৮ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তাদের বেধড়ক পিটিয়ে ধান বিক্রির প্রায় ৩ লাখ লুটে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এসময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। কিন্তু তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে ভাগ্নে আব্দুল লতিফ সরকারের অবস্থা আশঙ্কাজনক বলে জানান মামা ওয়াজেদ মিয়া।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বাংলানিউজকে জানান, এ ধরনের ঘটনা জানা নেই। খোঁজ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মে ১০, ২০১৭
এমবিএইচ/জেডএস