ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, মে ১০, ২০১৭
না’গঞ্জে ২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিবি রোড থেকে দুই হাজার ইয়াবাসহ দুই যুবককে হাতেনাতে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১০ মে) সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন সারুলিয়া ডেমরার মোস্তাফার ছেলে মাকসুদুর রহমান (৩২) ও একই এলাকার মৃত তারু মিয়ার ছেলে আনোয়ার (৩২)।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া বাংলানিউজকে জানান, একটি রঙয়ের ডিব্বার ভেতরে সাদা রঙের নিচে সাদা পলিথিনের ভেতর ১০টি নীল জিপারের প্রতিটি জিপারে ২শ’ করে মোট দুই হাজার ইয়াবাসহ মাকসুদুর ও আনোয়ার নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। জব্দ মাদকের আনুমানিক মূল্য ছয় ল‍াখ টাকা।

তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মে ১০, ২০১৭
এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।