বুধবার (১০ মে) ভোরে নগরীর চাঁনপুর চৌমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক রাজিব নগরীর চাঁনপুর এলাকার শাহ আলমের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ডিবির উপ পরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দের নেতৃত্বে এসআই শহিদুল ইসলাম ও এসআই নজরুল ইসলামসহ ডিবির একটি টিম অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে যান। ভোরে নগরীর চাঁনপুর বাস স্টেশন সংলগ্ন চৌমহনী এলাকায় মোটরসাইকেলসহ রাজিবকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবির এসআই নজরুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মে ১০, ২০১৭
জেডএস