বুধবার (১০ মে) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার ধলপুর এলাকার খান মঞ্জিল থেকে কুদ্দুসের মরদেহ উদ্ধার করা হয়। এরপর শাহিদা ও দিলরুবাকে আটক করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাংলানিউজকে জানান, দুপুরে পারিবারিক বিষয় নিয়ে কুদ্দুসের সঙ্গে তার স্ত্রী শাহিদা ও শ্যালিকা দিলরুবার কথাকাটা হয়। একপর্যায়ে দিলরুবার সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে কুদ্দুসের। এসময় দিলরুমা জামা রাখার স্ট্যান্ড দিয়ে কুদ্দুসকে আঘাত করলে তিনি মেঝেতে পড়ে যান।
তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নিকটস্থ সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা কুদ্দুসকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। কুদ্দুসের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী ও শ্যালিকাকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরবি/এইচএ/