সিলেট: সিলেটে কলেজ ছাত্রীকে উত্যক্ত করার দায়ে সুধির চন্দ্র দাস শিপু (২৪) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ মে) নগরীর আখালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবি।
তিনি বাংলানিউজকে বলেন, ওই এলাকার অনার্স তৃতীয় বর্ষে পড়ুয়া এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে উত্যক্ত করে আসছিল শিপু।
বুধবার তাকে তথ্য-প্রমাণসহকারে আটক করে এক বছরের সাজা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মে ১০, ২০১৭
এনইউ/এসআরএস/আইএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।