ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মে ১০, ২০১৭
চকরিয়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার: চকরিয়ায় যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় ব্রিজের রেলিংয়ে বসা চার যুবক আহত হন।

বুধবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর বাসের চালক, হেলপার পালিয়ে গেলেও বাস ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- চট্টগ্রামের লোহাগড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আব্দুল আলিমের ছেলে কুতুব উদ্দিন (৩০) ও একই এলাকার মোহাম্মদ ইছহাকের ছেলে আবদুর রহিম (২৬)।

আহত চার যুবক হলেন- চকরিয়া উপজেলার হারবাং পূর্ব বৃন্দাবন এলাকার মোরশেদ আলীর ছেলে মো. রাসেল (১৭), একই এলাকার গফুর আলমের ছেলে বেলাল উদ্দিন (১৬), পশ্চিম বৃন্দাবনের ডাক্তার সুভাষ চন্দ্রনাথের ছেলে রুবেল নাথ (১৮) ও লোহাগাড়া বড়হাতিয়া এলাকার মো. ইসমাইলের ছেলে আনোয়ার হোসেন (২০)।

আহতদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাশেম মজুমদার বলেন, লোহাগাড়া থেকে মোটরসাইকেলযোগে কক্সবাজার যাচ্ছিলেন দুই বন্ধু কুতুব ও রহিম। তারা হারবাং লালব্রিজ এলাকায় পৌঁছালে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই মোটরসাইকেল আরোহী। আহত হন ব্রিজে বসে থাকা চার যুবক।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মে ১০, ২০১৭
টিটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।