বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা, অসচ্ছ্বল মুক্তিযোদ্ধাদের পাকা বাড়ি তৈরি করে দিয়েছে। ১৯৭০ সালে নৌকায় ভোট দিয়ে দেশ স্বাধীন করেছি।
বুধবার (১০ মে) দুপুরে দৌলতপুর উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদের ১ কোটি ৯৮ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত তিনতলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের প্রতিটি ক্ষেত্রে কোটাভিত্তিক সরকারি চাকরি, যেকোনো সরকারি অফিসে গেলে বসার জন্য আলাদাভাবে স্থান করে দেওয়ার সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, অতিদ্রুত এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মুক্তিযোদ্ধাদের তালিকাসহ সব ধরনে তথ্য পাওয়া যাবে। সরকারিভাবে মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরআইএস/জেডএস