বুধবার (১০ মে) বিকেলে কোনাবাড়ী-আমবাগ রোডে রিকশা চালকরা এ বিক্ষোভ করেন।
এলাকাবাসী ও রিকশা চালকরা জানান, সিটি করপোরেশনের কোনাবাড়ী-আমবাগ রোডে প্রায় এক হাজারের বেশি ব্যাটারিচালিত রিকশা চলে।
প্রতিবাদে বুধবার বিকেলে সিটি করপোরেশনের আমবাগ তেঁতুলতলা এলাকায় প্রায় এক হাজারের বেশি ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে চালকরা বিক্ষোভ করেন। এসময় রিকশা না পেয়ে শতশত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
রিকশা চালক হেমায়েত হোসেন জানান, আমরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে রিকশা চালাই। দীর্ঘদিন ধরে একটি চক্র আমাদের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা নিয়ে আসছে। গত কয়েকদিন ধরে তারা ২০ টাকা করে চাঁদা দাবি করছে। না দিলে মারতে আসছে অথবা রিকশার চাবি নিয়ে যাচ্ছে। প্রতিবাদে সব ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ রেখেছি।
জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কৌশিক বিশ্বাস জানান, কোনাবাড়ী আমরাগ সড়কে কিছু লোক ব্যাটারিচালিত রিকশা চালকদের কাছ থেকে টাকা তোলে। এর প্রতিবাদে রিকশা চালকরা বিক্ষোভ করেছেন।
বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরএস/জেডএস