ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে চাঁদা নেওয়ার প্রতিবাদে রিকশা চালকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মে ১০, ২০১৭
গাজীপুরে চাঁদা নেওয়ার প্রতিবাদে রিকশা চালকদের বিক্ষোভ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় চাঁদা নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা।

বুধবার (১০ মে) বিকেলে কোনাবাড়ী-আমবাগ রোডে রিকশা চালকরা এ বিক্ষোভ করেন।  

এলাকাবাসী ও রিকশা চালকরা জানান, সিটি করপোরেশনের কোনাবাড়ী-আমবাগ রোডে প্রায় এক হাজারের বেশি ব্যাটারিচালিত রিকশা চলে।

এসব রিকশা চালকদের কাছ থেকে একটি চক্র প্রতিদিন ২০ টাকা করে চাঁদা তুলে আসছে।  

প্রতিবাদে বুধবার বিকেলে সিটি করপোরেশনের আমবাগ তেঁতুলতলা এলাকায় প্রায় এক হাজারের বেশি ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে চালকরা বিক্ষোভ করেন। এসময় রিকশা না পেয়ে শতশত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।  

রিকশা চালক হেমায়েত হোসেন জানান, আমরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে রিকশা চালাই। দীর্ঘদিন ধরে একটি চক্র আমাদের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা নিয়ে আসছে। গত কয়েকদিন ধরে তারা ২০ টাকা করে চাঁদা দাবি করছে। না দিলে মারতে আসছে অথবা রিকশার চাবি নিয়ে যাচ্ছে। প্রতিবাদে সব ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ রেখেছি।  

জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কৌশিক বিশ্বাস জানান, কোনাবাড়ী আমরাগ সড়কে কিছু লোক ব্যাটারিচালিত রিকশা চালকদের কাছ থেকে টাকা তোলে। এর প্রতিবাদে রিকশা চালকরা বিক্ষোভ করেছেন।  

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।