বুধবার (১০ মে) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এক ভিক্ষুককে ২ হাজার টাকা অনুদান দেওয়া হয়। একইসঙ্গে তাকে কাঁচাবাজারে সবজি বিক্রির জন্য উৎসাহ দেওয়া হয়।
এ সময় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু জাফর রিপন, মঠবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান আনাম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয় মঠবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে ত্রিশাল উপজেলাকে ভিক্ষুকমুক্ত হিসেবে ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, মে ১০, ২০১৭
এমএএএম/জেডএস