ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ঘুষের দাবিতে প্রবাসীকে নির্যাতন, এএসআই ক্লোজড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মে ১০, ২০১৭
ঘুষের দাবিতে প্রবাসীকে নির্যাতন, এএসআই ক্লোজড ঘুষের দাবিতে প্রবাসীকে নির্যাতন, এএসআই ক্লোজড

বরিশাল: ঘুষের দাবিতে এক প্রবাসীকে আটকের পর নির্যাতনের অভিযোগে বরিশালের গৌরনদী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিনকে ক্লোজড করা হয়েছে।

বুধবার (১০ মে) দুপুরে তাকে ক্লোজড করে লাইনে সংযুক্ত করা হয়েছে।

বিকেলে বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলার পুলিশ সুপার এস এম আকতারুজ্জামান জানান, পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর তিনটায় গৌরনদী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভূরঘাটা এলাকা থেকে প্রবাসী মনির সরদারকে (৩২) গ্রেফতার করেন। নির্যাতনের পর বুধবার তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

খাঞ্জাপুর গ্রামের কাতার প্রবাসী মনির সরদারের বাবা মোসলেম সরদার অভিযোগ করেন, গত ১৫/২০ দিন আগে তার ছেলে মনির ছুটিতে বাড়িতে আসেন। এর কয়েকদিন পর এএসআই মহিউদ্দিন তাদের বাড়িতে গিয়ে মনিরের নামে থানায় ওয়ারেন্ট আছে বলে তাকে খুঁজতে থাকেন।

পরে খোঁজ নিয়ে জানা যায়, বিদেশ যাওয়ার এক মাস ১১ দিন পর গৌরনদী মডেল থানায় দায়ের করা দু’টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মনির।

এ বিষয়ে জানতে চাইলে এএসআই মহিউদ্দিন পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য তাদের কাছে তিন লাখ টাকা ঘুষ দাবি করেন।

তিনি জানান, টাকা না দেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে তার ছেলেকে গ্রেফতার করে অমানুষিক নির্যাতন চালায়। এতে মনিরের ডান হাত ভেঙে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়।

মনিরের বোন শিল্পী বেগম জানান, আমার ভাইকে পুলিশ অমানবিক নির্যাতন করেছে। গুরুতর আহত অবস্থায় মনিরকে প্রথমে গৌরনদী হাসপাতালে নিয়ে গেলেও সেখান থেকে ফেরত আনা হয়। এরপর মনিরের অবস্থার অবনতি হলে মঙ্গলবার দিনগত রাত পোনে ১টায় মনিরকে বরিশাল পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. মাহবুব আলম মির্জা বলেন, মঙ্গলবার গভীর রাতে থানার এএসআই মনির নামের এক রোগীকে নিয়ে আসেন। ভর্তি করার কিছু সময় পর তাকে আবার নিয়ে যাওয়া হয়।

তবে স্থানীয় সাংবাদিকদের কাছে এএসআই মহিউদ্দিন টাকা দাবি ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বলেন, মনির সরদারের বিরুদ্ধে দু’টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মঙ্গলবার দুপুরে এএসআই মহিউদ্দিন মনিকে গ্রেফতার করতে গেলে পালানোর সময় হাতে আঘাত পান। এরপর তাকে হাসপাতালে চিকিৎসা শেষে বুধবার আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় মনিরকে নির্যাতন করা হয়েছে এমন অভিযোগ উঠলে পুলিশ সুপারের কার্যালয় থেকে দুপুরে বার্তা পাওয়ায় এএসআই মহিউদ্দিনকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, মে ১০, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।