এ লক্ষে বুধবার (১০ মে) সন্ধ্যায় সাধারণ গ্রন্থাগার চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কবিকুঞ্জের সভাপতি কবি রুহুল আমিন প্রামানিক নৃত্যগুরু বজলুর রহমান বাদলকে ফুল দিয়ে অভিবাদন জানান।
অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, ‘যার স্বাধীনতা পদক পাওয়ার কথা, তিনিই এ পদক পেয়েছেন। তার এ পদকে রাজশাহীবাসী গর্বিত। নৃত্যগুরু বজলুর রহমান বাদলকে স্বাধীনতা পদক দিয়ে সরকার শিল্পীর মূল্যায়ন করেছে’।
এদিকে, রাজশাহীর নৃত্যগুরু বজলুর রহমান বাদলকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ‘নৃত্য শুধু মনোরঞ্জনের বিষয় নয়, নৃত্য মানুষকে সমাজের জন্য জাগ্রতও করতে পারে। আমার মনে আছে, অনেক দিন আগে রাজশাহীর মাদ্রাসা ময়দানে এক জনসভায় বিদ্রোহী কবির কবিতায় নৃত্য পরিবেশন করেছিলেন বজলুর রহমান বাদল। সে নৃত্য ছিল দেশের জন্য। আজ দেশ তাকে স্বাধীনতা পদক দিয়েছে। এ পদক তার প্রাপ্য ছিল’।
সংবর্ধনা অনুষ্ঠানে কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামানিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন।
সংবর্ধনা দেওয়া শেষে কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়।
এর আগে অতিথিরা কবিকুঞ্জ প্রকাশিত একটি পত্রিকার মোড়ক উন্মোচন করেন।
বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
এসএস/জেডএস