বুধবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে ওই কারখানার নিচ তলায় আগুনের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, মালেকের বাড়ি ছয়দানা এলাকায় জেড আর সোয়েটার কারখানার ৪তলা ভবনের নিচ তলায় আগুন লাগে।
আগুনে ওই কারখানার সোয়েটার ও প্রয়োজনীয় মালামাল পুড়েছে। কারখানাটি বন্ধ থাকায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে খানিক সময় লাগে।
তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরএস/জেডএস