ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মে ১০, ২০১৭
গাজীপুরে সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি ছয়দানা এলাকায় জেড আর নামক সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বুধবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে ওই কারখানার নিচ তলায় আগুনের সূত্রপাত হয়।  

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, মালেকের বাড়ি ছয়দানা এলাকায় জেড আর সোয়েটার কারখানার ৪তলা ভবনের নিচ তলায় আগুন লাগে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটকর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।  

আগুনে ওই কারখানার সোয়েটার ও প্রয়োজনীয় মালামাল পুড়েছে। কারখানাটি বন্ধ থাকায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করতে খানিক সময় লাগে।  

তা‍ৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, মে ১০, ২০১৭
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।