ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

ধর্ষক নাঈম আশরাফের প্রকৃত নাম হালিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মে ১০, ২০১৭
ধর্ষক নাঈম আশরাফের প্রকৃত নাম হালিম

সিরাজগঞ্জ: রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িত নাঈম আশরাফের প্রকৃত নাম হাসান মোহাম্মাদ হালিম।

কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের ফেরিওয়ালা আমজাদ হোসেনের ছেলে হালিম ঢাকায় নিজের নাম বদলে হয়েছেন নাঈম আশরাফ।

বুধবার (১০ মে) রাতে গান্ধাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, এলাকায় সে একজন প্রতারক হিসেবে পরিচিত।

বাবার নাম পরিচয় বদলে বিয়ে করেছে তিনটি। বগুড়া-ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নিজের নাম বদলে কুকীর্তি করে বেড়ায় হালিম।

স্থানীয়রা জানান, ২০০৪ সালে এসএসসি পাস করে বগুড়া পলিটেকনিকে ভর্তি হয় হালিম। সেখানেও পরিচয় গোপন করে এক মেয়ের সঙ্গে প্রতারণা করায় গণপিটুনি খেয়ে পালিয়ে ঢাকায় যায়। নাম বদলে হয়ে যায় নাঈম আশরাফ।  

দলীয় কোনো পদ না থাকলেও নিজেকে স্বেচ্ছাসেবকলীগের নেতা পরিচয় দিয়ে এলাকায় ব্যানার ফেস্টুন টানিয়েছে হালিম।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, অভিযুক্ত হালিমকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এক বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ওই ধর্ষককে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, মে ১১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।