বুধবার (১০ মে) সন্ধ্যায় দিনাজপুরের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা স্বীকার করে রাজীব।
দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঢাকায় কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে আটক হওয়া রাজিব গান্ধীকে দিনাজপুর ডিবি পুলিশ আদালতের মাধ্যমে তিনদিনের রিমান্ডে নেয়।
বুধবার রাজিব চিকিৎসক বিরেন্দ্র নাথ রায়কে গুলি করে হত্যার চেষ্টার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিতে চাইলে তাকে আদালতে হাজির করা হয়। এছাড়া কান্তজিউ মন্দিরের যাত্রা পেন্ডেলে বোমা বিস্ফোরণ ও কাহারোল উপজেলার ইস্কন মন্দিরে হামলাসহ দিনাজপুরে ইতালি নাগরিককে হত্যা চেষ্টায় জড়িত ছিলো বলেও স্বীকার করে রাজীব।
২০১৫ সালে ৩০ নভেম্বর দিনগত রাতে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রানিরবন্দর বাজারে নিজের হোমিওচিকিৎসালয় বন্ধ করে বাড়ি ফেরার পথে ডা. বিরেন্দ্র নাথকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হন বিরেন্দ্র নাথ।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, মে ১১, ২০১৭
জেডএস