রাজধানীর চকবাজার কামালবাগ এলাকায় গত সোমবার (০৮ মে) রাতে ঘটনাটি ঘটে।
খবর পেয়ে বুধবার (১০ মে) বিকেল সাড়ে ৪টায় দিকে শিউলীর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
শিউলী চকবাজার কামালবাগ, বাড়ি নং ৩০/৬ টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন। তার বাবর নাম সিরাজ মাত্তাব্বর।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, শিউলী যে এলাকায় থাকতো সেখানে অনেকগুলো টিনশেড ঘর রয়েছে। ওই ঘরগুলো বাবুল নামে এক ব্যক্তি দেখাশোনা করেন। যার ম্যানেজার তিনি। সেখানে বাবুলের সঙ্গে শাকিল (১৬) নামে এক ব্যক্তিসহ কয়েকজন ভাড়া থাকতেন।
তিনি বলেন, শাকিল ও শিউলী নামে বদনাম রটিয়ে ৮ মে রাত ১টার দিকে ইচ্ছার বিরুদ্ধে ম্যানেজার বাবুল তার ঘরে জোর করে তাদের বিয়ে দেন। এতে মানসিক বিপর্যস্ত হয়ে ভোরে শিউলী বিষপান করেন।
এরপর ম্যানেজার বাবুলসহ কয়েকজন শিউলিকে প্রথমে মিটফোর্ড ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে পরদিন বেলা সাড়ে ১১টায় চিকিৎসক শিউলীকে মৃত ঘোষণা করেন।
এসআই জানান, বুধবার বিকেল সাড়ে ৪টায় দিকে সংবাদ পেয়ে শিউলীর মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মৃত শিউলীর মা নার্গিস আক্তার বাদী হয়ে থানায় একটি আত্মহত্যা প্ররোচনা মামলা করেছেন। মামলা নং ১২। মামলায় ম্যানেজার বাবুল, তার সহযোগী শাজাহান, মাকসুদা ও কাজী জাহাঙ্গীর আলম নামে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এসআই আতিকুর রহমান।
বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, মে ১১, ২০১৭
এজেডএস/এমএফআই/জেডএস