যশোরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাজেদুর রহমান খান বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (০৯ মে) সদর উপজেলার সাতমাইল এলাকায় দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারকে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তির স্বজনদের পাওয়া গেলে তাদেরও সহায়তা দেওয়া হবে।
তিনি জানান, আহতদের মধ্যে গুরুতর তিনজনকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল আইসিইউতে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আহত অন্যদেরও প্রয়োজন অনুযায়ী সাহায্য করা হচ্ছে।
এদিকে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বাংলানিউজকে বলেন, সাতমাইলে রূপসা পরিবহনের বাস দুর্ঘটনায় চালককে আসামি করে মামলা হয়েছে।
অন্যদিকে মঙ্গলবার রাতে যশোরের নওয়াপাড়া পৌরসভার তালতলা রেলক্রসিংয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় আকিজ জুট মিলের শ্রমিকবাহী বাস উল্টে ২ নারী শ্রমিক নিহত ও ৫৩ শ্রমিক আহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে গেটম্যান হোসেন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
যশোর রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী বদরুজ্জামান বাংলানিউজকে বলেন, বুধবার রেলওয়ে কর্তৃপক্ষ জিআরপি থানায় বাস চালক রেজাউল ইসলাম ও তালতলা রেলক্রসিংয়ের গেটম্যান হোসেন আলীকে আসামি করে একটি মামলা করা হয়েছে।
অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও, ভারপ্রাপ্ত) মনদীপ ঘরাই বাংলানিউজকে বলেন, নিহত দুই শ্রমিকের পরিবারকে নিজের দুই দিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হয়েছে।
এছাড়া আকিজ গ্রুপের চেয়ারম্যান নিহত দুই শ্রমিকের পরিবারকে এক লাখ করে নগদ অর্থ প্রদানের ঘোষণা দিয়েছেন। আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে আকিজ গ্রুপ।
বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, মে ১১, ২০১৭
ইউজি/এমএফআই/জেডএস