বুধবার (১০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
মানিক মিয়া উপজেলার নতুনপাড়া এলাকার মৃত গণি মিয়ার ছেলে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দুপুরে আরিচা গরুহাট এলাকার যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন মানিক মিয়া। বিকেলে যমুনা নদীর ওই এলাকাতেই তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা।
পরে মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, মে ১১, ২০১৭
এমএফআই/জেডএস