বুধবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ফজলুল হক রাজশাহীর চারঘাট উপজেলার পটিয়াকান্দি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) লাল মাহমুদ তালুকদার বাংলানিউজকে জানান, আটক ফজলুল হক চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাঝে মধ্যেই চারঘাট এলাকা থেকে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন দ্রব্য এনে সে নলডাঙ্গা এলাকায় বিক্রি করে।
সন্ধ্যায় অটোরিকশাযোগে ফজুলল হক পুঠিয়ার বাসুপাড়া হয়ে নলডাঙ্গার মোমিনপুর যাচ্ছিলো। পথে নাটোর-তাহেরপুর সড়কের মোমিনপুর অজিত সরকারের পুকুর পাড়ের কাছে পৌঁছলে অটোরিকশা থামিয়ে তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার কাছে দু’শ’ পিস ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় রাতে নলডাঙ্গা থানায় ফজলুল হকের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, মে ১১, ২০১৭
জেডএস